বীরভূম
কীর্ণাহার বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি মোটর বাইক আচমকা আগুনে ভস্মীভূত হয়ে যায় ; ঘটনায় চাঞ্চল্য এলাকায়
গাড়ি চালক বাইকের কাছে আসতেই মূহুর্তের মধ্যে বাইকে আগুন লেগে যায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়
শুভদীপ গুঁই; কীর্ণাহার । ১৩ ই জুলাই ২০২৫। আজ ১৩ই জুলাই রবিবার সকালে কীর্ণাহার বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে দাঁড়িয়ে থাকা একটি মোটর বাইকের পিছন থেকে ধোঁয়া বের হতে দেখা যায় আর সেটি দেখতে পেয়ে ওই গাড়ি চালক বাইকের কাছে আসতেই মূহুর্তের মধ্যে বাইকে আগুন লেগে যায়। চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে। পরে স্থানীয় দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও মোটর বাইক টি সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কীর্ণাহার থানার পুলিশ। হঠাৎ এভাবে বাইকে আগুন লাগার ঘটনায় বাসস্ট্যান্ডের লোকজনের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, ওই মোটর বাইক চালক একজন ছানা ব্যাবসায়ী তিনি কীর্ণাহার বাসস্ট্যান্ডের সামনে এদিন সকালে একটি মিষ্টির দোকানে ছানা দিতে গিয়েছিলেন আর তার মাঝেই তিনি বাইক থেকে নেমে ওই দোকানে প্রবেশ করা মাত্রই বাইকে আগুন লেগে চাঞ্চল্য সৃষ্টি হয়।
তবে ঠিক কি কারণে ওই বাইকে আগুন লাগলো তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

Comments