West Bengal

জঞ্জালের স্তূপ থেকে ৪ বস্তা ভোটার কার্ড উদ্ধার! কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত?

রাস্তার ধারে একটি জঞ্জালের স্তূপ থেকে উদ্ধার করা হয়েছে রাশি রাশি ভোটার কার্ড।

বেশ কয়েকদিন ধরে ভুয়া ভোটার সংক্রান্ত বিষয়ে রাজ্য ও রাজনীতিতে ব্যাপক শোরগোল চলছে। আর সেই সময়ে নদীয়া জেলার শান্তিপুরে একটি জঞ্জালের স্তূপে বস্তা বস্তা ভোটার কার্ড পাওয়া গেল, যা নিয়ে রাজ্য রাজনীতি বেশ উত্তাল। শান্তিপুরে একটি আবর্জনার স্তূপ থেকে উদ্ধার করা হলো মোট চার বস্তা ভোটার কার্ড। 

জঞ্জালের স্তূপ থেকে উদ্ধার হলো ৪ বস্তা ভোটার কার্ড 

নদীয়া জেলার শান্তিপুর এলাকায় একটি আবর্জনার স্তূপ থেকে উদ্ধার করা হলো চার বস্তা ভোটার কার্ড। এই ভোটার কার্ডগুলি কে বা কারা কি উদ্দেশ্যে এই জঞ্জালের স্তূপে ফেলে দিয়ে গেছে - সেই বিষয় নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। আজ বৃহস্পতিবার নদীয়ার শান্তিপুর থানার কৃষ্ণকলীতলা থেকে উদ্ধার করা হয় মোট চার বস্তা ভোটার কার্ড। ভোটার কার্ড গুলি দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয় মানুষ খবর দেয় শান্তিপুর থানায়। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায়।

জঞ্জাল থেকে কিভাবে উদ্ধার করা হলো ভোটার কার্ড?

নদীয়া জেলার শান্তিপুরের ২৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকালীতলার একটি বিসর্জন ঘাট সংলগ্ন রাস্তার পাশে একটি জঞ্জালের স্তূপ থেকে উদ্ধার করা হয় মোট চার বস্তা ভোটার কার্ড। ভোটার কার্ড গুলি দেখতে পেয়ে শান্তিপুর থানায় খবর দেন স্থানীয় মানুষ। চার বস্তা ভোটার কার্ডের মধ্যে একটি বস্তার ভোটার কার্ড নিয়ে বেশ কয়েকটি কুকুর ওই জঞ্জালের স্তূপে টানাটানি করছিল, যার ফলেই ওই বস্তায় থাকা প্রচুর ভোটার কার্ড বাইরে বেরিয়ে যায়। ওই বস্তা থেকে ভোটার কার্ড বেরিয়ে আসতে দেখে বাকি তিনটে বস্তা স্থানীয় কৌতুহলী মানুষরা খুলে দেখেন এবং তাঁদের চোখে পড়ে বাকি তিনটে বস্তাতেও ভোটার কার্ড রয়েছে। পরে স্থানীয় থানার পুলিশ সব ভোটার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়।

ভোটার কার্ড গুলি থেকে কি কি তথ্য পাওয়া গেছে?

পরিত্যক্ত জায়গায় অর্থাৎ জঞ্জালের স্তূপে কে বা কারা এত ভোটার কার্ড ফেলে দিয়ে গেছে তা এখনো জানা যায়নি। তবে ওই বস্তা গুলির মধ্যে থেকে যে ভোটার কার্ডগুলি উদ্ধার করা হয়েছে সেই কার্ডগুলিতে হুগলি,  উত্তর 24 পরগনা এবং নদীয়ার বেশ কিছু জায়গার ঠিকানা রয়েছে। এই ভোটার কার্ডগুলিকে ঘিরে আবারও একবার রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে।

ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় বিরোধীদলের অভিযোগ

রাজ্যের শাসক দল বিজেপি অভিযোগ করেছে যে, যখন আদালত নির্দেশ দিয়েছেন যে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করাতে হবে ঠিক তখনই শাসকদলের লোকজন বেআইনি ভোটার কার্ডগুলিকে জঞ্জালের স্তূপে ফেলে দিয়ে গেছে। কারণ তাঁরা এই ভোটার কার্ডগুলিকে আর নির্বাচনের কাজে ব্যবহার করতে পারবে না। যদিও এই ভোটার কার্ডগুলি বিভিন্ন সময়ে নির্বাচনের কাজে শাসক দল ব্যবহার করেছে বলে তাঁরা অভিযোগ করেছে। এর সঙ্গে সঙ্গেই বিরোধী দল বিজেপি সঠিক তদন্তের দাবি জানিয়েছে।

ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় কি বলছে শাসক দল?

বিরোধীদল বিজেপি, শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ আনলেও বিরোধীদের সেই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে শাসকদল। তবে এখানেই থেমে থাকেনি শাসক দল, তারাও পাল্টা আক্রমণ করেছে বিরোধীদলকে। শাসক দলের স্থানীয় কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহা দাবি করেছেন যে, এই ঘটনা বিজেপি চক্রান্ত করে ঘটিয়েছে। তাই শাসক দল এই ঘটনার সঙ্গে কোনভাবেই যুক্ত নয়, তাই কোনভাবেই এই ঘটনার দায় শাসক দল নেবে না।

Advertisement