Decomposed Bodies

শহরে ভিন্ন প্রান্তে দুটি পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

দুর্গাপুর ৩৭ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা কলোনি লাগোয়া ফিডার ক্যানেলে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসীরা এবং দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বি-জোনের মার্কনি এলাকায় এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে হুলস্থূল এলাকায়

বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর : শহরের পৃথক দুটি জায়গা থেকে ফের উদ্ধার দুটি মৃতদেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্র মারফত খবর, আজ ১২ই জুন বৃহস্পতিবার সকালে দুর্গাপুর ৩৭ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা কলোনি লাগোয়া ফিডার ক্যানেলে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসীরা। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোক ওভেন থানার পুলিশ। 

ফিডার ক্যানেলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার 

তেঁতুলতলা কলোনি লাগোয়া ফিডার ক্যানেলে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসীরা খবর ছড়িয়ে পড়তেই ক্যানেল পাড়ে ভিড় জমতে থাকে। ভিড়ের মধ্যেই বেশ কয়েকজন মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারে। তারা পুলিশকে জানান,  মৃতের নাম পার্থ বাউরী, বয়স ৩২ বছর, স্থানীয় অর্জুনপুরের বাসিন্দা, পেশায় ঠিকা শ্রমিক। এরপর পুলিশের তরফে মৃতের পরিবারে খবর দেওয়া হলে মৃতের পরিবার এসে মৃতদেহ শনাক্ত করে। মৃতের আত্মীয় পিয়ালী বাউরী জানান, "পুলিশের তরফে খবর পেয়ে এখানে এসে মৃতদেহ শনাক্ত করা হয়। কিভাবে এই মৃত্যু হয়েছে জানিনা। পুলিশের কাছে উপযুক্ত তদন্তের দাবি জানাচ্ছি।" আপাতত ঠিক কি কারণে এই মৃত্যু তা জানতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার

অন্যদিকে দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বি-জোনের মার্কনি এলাকায় এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে হুলস্থূল এলাকায়। সূত্র মারফত খবর,আজ ১২ই জুন বৃহস্পতিবার সকালে বি-জোনের মার্কনি এলাকায় মেন্টেনেন্স অফিসের সামনের মাঠে ছাগল চড়াতে এসে জঙ্গলের আগাছার মাঝে এক মহিলার পচাগলা মৃতদেহ পড়ে থাকতে দেখেন কিছু বাসিন্দা। তারা সাথে সাথে পুলিশে খবর দেন। খবর পেয়ে দুর্গাপুর থানার বি-জোন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। সাথে ঘটনাস্থল থেকে একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। 

আত্মহত্যা না কি খুন, তদন্তে পুলিশ

দুর্গাপুরের বি-জোনের মার্কনি এলাকায় মহিলার পচাগলা মৃতদেহ পড়ে থাকতে দেখেন কিছু বাসিন্দা পরে তদন্তে নেমে মৃতার পরিচয় জানতে পারে পুলিশ। মৃতার নাম মায়া মুখোপাধ্যায়, বয়স ৬৯ বছর, তিলকের বাসিন্দা। মৃতার পরিবারের সাথে যোগাযোগ করে পুলিশ জানতে পারে, গত ৩১ শে মে ওই মহিলা পারিবারিক অশান্তির জেরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। এরপর বৃহস্পতিবার সকালে বি-জোনের মার্কনি এলাকা থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খুন করা হয়েছে তাঁকে নাকি আত্মহত্যা করেছেন তিনি নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য তা জানতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ। 

দুর্গাপুরে পর পর মৃতদেহ উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য

প্রসঙ্গত বেশ কিছুদিন আগে দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয়ের সামনের জঙ্গল থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এখনও অব্দি সেই ঘটনার তদন্ত চলছে। জানা যায়নি মৃতের পরিচয়। এরই মধ্যে শিল্পশহরে পর পর একের পর এক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে শহরে।

Advertisement