ত্রিপুরা
কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত, অভিযোগ ও পাল্টা অভিযোগে চাঞ্চল্য
কৈলাসহরের ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী মাগুরউলি এলাকায় শুক্রবার সকাল থেকে শুরু হওয়া গুলিচালনার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে
যশপাল সিং, ত্রিপুরা : কৈলাসহরের ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী মাগুরউলি এলাকায় শুক্রবার সকাল থেকে শুরু হওয়া গুলিচালনার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোর ৭টা নাগাদ বিএসএফের গুলিতে গুরুতর আহত হন মাগুরউলি ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম ওরফে রাজু (২৮)। আহতের পরিবারের দাবি, হঠাৎ করেই বিএসএফ বাড়ির ভেতরে ঢুকে বিনা কারণেই গুলি চালায়। গুলি নুরুল ইসলামের গলায় গিয়ে লাগে। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রথমে কর্তব্যরত চিকিৎসক ডা. ময়ূরী পাল প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে ইএনটি বিশেষজ্ঞ ডা. অরুপ চক্রবর্তী তার চিকিৎসার দায়িত্ব নেন। ডা. অরুপ চক্রবর্তী বলেন, “আজ সকাল আটটার দিকে নুরুল ইসলাম নামে এক আহত যুবককে আনা হয়। গলায় গুলি লাগায় প্রাথমিক চিকিৎসার পর আমরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করি।” এদিকে পরিবারের আরও অভিযোগ, রেফার করার পরও সরকারি অ্যাম্বুলেন্স আসতে যথেষ্ট বিলম্ব হয়। এতে নুরুল ইসলামের শারীরিক অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে ওঠে। অপরদিকে বিএসএফের পাল্টা দাবি একেবারেই ভিন্ন। তাদের মতে, নুরুল ইসলাম ওরফে রাজু দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান চক্রের সাথে যুক্ত ছিল। ঘটনার দিন ভোরে সে মোবাইলে ভিডিও ধারণ করে বিএসএফ জওয়ানকে বারবার উস্কানি দেয় ও অশালীন আচরণ করে। একাধিকবার সতর্ক করা সত্ত্বেও সে থামেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই শেষপর্যন্ত গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ। ঘটনার পর থেকেই মাগুরউলি সীমান্ত এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন। তবে এখনও পর্যন্ত পুলিশ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Comments