ত্রিপুরা

ডুবন্ত প্রাণের মিছিল: জনসচেতনতার অভাবে ত্রিপুরায় বাড়ছে জলাশয়-জনিত দুর্ঘটনা, প্রশাসনের ভূমিকা কতটা কার্যকর? কবে আসবে সমাধান?

ত্রিপুরা রাজ্যজুড়ে একের পর এক জলে ডুবে মৃত্যুর ঘটনা এখন রাজ্যের মানুষকে ভয় এবং দুশ্চিন্তার মধ্যে ফেলেছে

যশপাল সিং, ত্রিপুরা : ত্রিপুরা জুড়ে একের পর এক জলে ডুবে মৃত্যুর ঘটনা এখন রাজ্যের মানুষকে ভয় এবং দুশ্চিন্তার মধ্যে ফেলেছে। শিশু থেকে বৃদ্ধ—কেউই বাদ যাচ্ছে না এই মৃত্যুর মিছিলে। পরিসংখ্যান বলছে, শুধু ২০২৪–২৫ সালেই (বেসরকারি হিসাবে) ২০–২৫টি হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ১০–১২ জন। সবচেয়ে ভয়াবহ দিক হল, মৃতদের মধ্যে অধিকাংশই শিশু ও কিশোর-কিশোরী। আগরতলার অরুন্ধতিনগরে তিন কিশোরীর জলডুবি, শান্তিরবাজারে পাঁচ বছরের আলিনা ত্রিপুরার মৃত্যু, কিংবা ১৬ বছরের এক কিশোরের স্নান করতে গিয়ে ডুবে যাওয়া—এমন অকাল মৃত্যুতে স্তম্ভিত রাজ্যবাসী। সম্প্রতি বিলোনিয়ায় মূক ও বধির শিশুর মৃত্যু এই তালিকায় আরও একটি করুণ অধ্যায় যোগ করেছে। 

বিশেষজ্ঞদের মতে, এর পেছনে বড় কারণ জনসচেতনতার ঘাটতি ও নিরাপত্তার অভাব। রাজ্যের অসংখ্য পুকুর, জলাশয় ও নদীর চারপাশে নেই কোনো সুরক্ষাবলয়। বর্ষাকালে জল বেড়ে গেলেও নেই কোনো সতর্কীকরণ ব্যবস্থা। গ্রামাঞ্চলে শিশুদের সাঁতার শেখানোর প্রচলন প্রায় নেই বললেই চলে। ফল—সামান্য অসতর্কতা মুহূর্তে কেড়ে নিচ্ছে একটি অমূল্য প্রাণ। রাজ্য সরকার ইতিমধ্যেই সাতটি দুর্ঘটনাগ্রস্ত পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। কিন্তু প্রশ্ন উঠছে—ক্ষতিপূরণ কি যথেষ্ট? নাকি প্রয়োজন আরও গভীর ও প্রতিরোধমূলক পদক্ষেপের?

সমাধানের পথ হিসাবে জনগণের অভিমত পরিষ্কার। জনগণের মতে, শিশুদের প্রাথমিক পর্যায় থেকেই সাঁতার শিক্ষা চালু করা অত্যন্ত জরুরী। এছাড়া পুকুর ও জলাশয়ের চারপাশে সুরক্ষাবলয় তৈরি ও সতর্কীকরণ বোর্ড বসানো, বর্ষাকালে বিশেষ জল নিরাপত্তা প্রচার অভিযান চালানো এবং স্থানীয় ক্লাব ও সমাজ সংগঠনগুলিকে যুক্ত করে গ্রামে-গ্রামে সচেতনতা বৃদ্ধি করা একান্ত আবশ্যক।

ত্রিপুরার মানুষ আজ আতঙ্কিত—জলে ডুবে মৃত্যু যেন প্রতিদিনের সংবাদে পরিণত হচ্ছে। প্রতিটি প্রাণ অমূল্য, আর সেই প্রাণ রক্ষার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, সমাজেরও। জনগণের মতে, এখনই যদি সচেতনতা না বাড়ে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না হয়, তবে আগামী দিনে আরও অসংখ্য পরিবারকে আপনজন হারানোর শোক বয়ে বেড়াতে হবে।

Advertisement