ত্রিপুরা

খোয়াইয়ের পিযুষকান্তি রায়ের অনন্য আবেদন— প্রধানমন্ত্রীর চরণ ধুয়ে সেবা করার ইচ্ছে, অনুমতি না পেয়ে ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিয়ে মোদী'র জন্য সুস্বাস্থ্যের প্রার্থনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরণ ধুয়ে তাঁর সেবা করার সুযোগ চান

যশপাল সিং, ত্রিপুরা : মানুষের চোখে তিনি একটু অন্যরকম। কিন্তু তাঁর সমস্ত কাজের কেন্দ্রবিন্দু মানুষই। কখনো অসুস্থ কারও পাশে দাঁড়াতে ছুটে যান সুদূর কলকাতায়, আবার কখনো নির্দ্বিধায় মুখ্যমন্ত্রীর দপ্তরে আবেদন জানিয়ে বসেন—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরণ ধুয়ে তাঁর সেবা করার সুযোগ চান। খোয়াই জেলার চেবরি গ্রামের বাসিন্দা পিযুষকান্তি রায় আসলে সরল ও অকপট মনের মানুষ। যা ভাবেন তাই অকপটে প্রকাশ করেন, লুকোচুরি নেই। যদিও তাঁর সেই আশা এখনও পূরণ হয়নি, তবুও আজ তিনি সকালেই হাজির হন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। সেখানে বিশেষ পূজা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের কামনা করেন। এমন ভিন্ন স্বভাব ও অনন্য সরলতায় পিযুষকান্তি রায় ইতিমধ্যেই স্থানীয়দের কাছে এক বিশেষ পরিচিত মুখ হয়ে উঠেছেন।

খোয়াইয়ের চেবরি গ্রামের বাসিন্দা পিযুষকান্তি রায় মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহার কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। আবেদনপত্রে তিনি উল্লেখ করেছেন— “দেশের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে সামনে থেকে একবার সেবা করার সুযোগ চাই। আগামী ২২/০৯/২০২৫ তারিখে শ্রী শ্রী ত্রিপুরেশ্বরী মন্দিরের নতুন মন্দির উদ্বোধনের সময় আমাকে অনুমতি দিলে আমি প্রধানমন্ত্রীর চরণ ধুয়ে তাঁর সেবা করতে চাই।” আবেদনপত্রে তিনি আরও উল্লেখ করেন যে, সাধারণ মানুষ ও শিক্ষার মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী যে পদক্ষেপ গ্রহণ করেছেন, তা তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

খোয়াইয়ের এই সাধারণ মানুষটি তাঁর সরলতা, ভিন্ন রকম চিন্তা ও অকপট ব্যক্তিত্ব দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রশাসনের অনুমতি মেলে কি না তা সময় বলবে, তবে আজকের তাঁর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে প্রার্থনা নিঃসন্দেহে মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।

Advertisement