ফরেনসিক ওডোন্টোলজি সম্মেলন
গুজরাটে ফরেনসিক ওডোন্টোলজি সম্মেলনে মুখ্যমন্ত্রী মানিক সাহা—ত্রিপুরায় নতুন কোর্স চালুর আহ্বান
গুজরাটের গান্ধীনগরে আয়োজিত ২য় আন্তর্জাতিক ও ২২তম জাতীয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফরেনসিক ওডোন্টোলজি কনফারেন্স-এ অংশগ্রহণ ত্রিপুরা মুখ্যমন্ত্রীর
যশপাল সিং, ত্রিপুরা : ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা গুজরাটের গান্ধীনগরে আয়োজিত ২য় আন্তর্জাতিক ও ২২তম জাতীয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফরেনসিক ওডোন্টোলজি কনফারেন্স-এ অংশগ্রহণ করলেন। এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি (NFSU)-তে।
সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে আগত বিশিষ্ট প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সময় পরিবর্তনের সঙ্গে অপরাধের ধরনও বদলাচ্ছে। কার্যকর তদন্ত নিশ্চিত করতে ফরেনসিক বিশেষজ্ঞদের সংখ্যা বাড়ানো এবং আধুনিক অবকাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি।”
তিনি আরও উল্লেখ করেন যে, ফরেনসিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে ওডোন্টোলজি তদন্তে সহায়তা করে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এনএফএসইউ-র উপাচার্যকে আহ্বান জানান, যাতে এনএফএসইউ ত্রিপুরা ক্যাম্পাসে ফরেনসিক ওডোন্টোলজিতে দুই বছরের এমডিএস কোর্স চালু করা যায়। মুখ্যমন্ত্রীর মতে, এই কোর্স চালু হলে উত্তর-পূর্ব ভারতের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং ফরেনসিক বিশেষজ্ঞতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে।

Comments