অটল বিহারী বাজপেয়ী

ভারত রত্ন" অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন, জনকল্যাণের পথে চলার আহ্বান

ভারত রত্ন" অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাঁকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করল ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির

যশপাল সিং, ত্রিপুরা : সুশাসনের দিশারী, দক্ষ সংগঠক এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, "ভারত রত্ন" অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাঁকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করল ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। আজ আগরতলায় দলের প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা, প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদনের পর মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, "বাজপেয়ীজি ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি এবং একজন কিংবদন্তি রাষ্ট্রনেতা। তাঁর প্রদর্শিত জনকল্যাণ ও দেশসেবার আদর্শকে পাথেয় করে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে।" তিনি বাজপেয়ীর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাঁর দেখানো পথে চলার জন্য সকলের প্রতি আহ্বান রাখেন।

বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, "অটল বিহারী বাজপেয়ীজি ছিলেন একাধারে দক্ষ সংগঠক, দূরদৃষ্টিসম্পন্ন নেতা ও সুশাসনের প্রতীক। তাঁর জীবনের প্রতিটি পদক্ষেপই জাতি গঠনের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।"

এদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও প্রদেশ সভাপতি ছাড়াও দলের অন্যান্য পদাধিকারী এবং কার্যকর্তারা উপস্থিত ছিলেন। অটল বিহারী বাজপেয়ীর রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রনায়কোচিত গুণাবলীকে স্মরণ করে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দল ও দেশ গঠনের কাজ চালিয়ে যাওয়ার শপথ নেন উপস্থিত নেতৃত্ব।

Advertisement