ত্রিপুরা

১৩ অক্টোবর ত্রিপুরায় ১২ ঘণ্টার বন্ধ ডাকলেন তিপ্রামথা পার্টির বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগামী ১৩ অক্টোবর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যব্যাপী ১২ ঘণ্টার বন্ধ ত্রিপুরায়

 যশপাল সিং, ত্রিপুরা : ত্রিপুরায় অব্যাহত অনুপ্রবেশ ঠেকাতে আগামী ১৩ অক্টোবর রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বন্ধের ডাক দিলেন তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। শনিবার নিজ বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তিনি অভিযোগ করে বলেন, “কেন্দ্রীয় সরকার রাজ্য প্রশাসনকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বহিষ্কারের নির্দেশ দিয়েছিল। কিন্তু ত্রিপুরা সরকার সেই নির্দেশ বাস্তবায়ন করেনি। ফলে সীমান্ত দিয়ে অব্যাহত অনুপ্রবেশ ঘটছে।” তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিজ্ঞপ্তি অনুযায়ী শরণার্থীদের বাধ্যতামূলক ভ্রমণ নথি বহনের নিয়ম থেকে ছাড় দেওয়া হয়েছে।

CAA প্রসঙ্গে তিনি বলেন, “২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আসা সংখ্যালঘুরা নাগরিকত্বের দাবিদার। কিন্তু নতুন নিয়মে ২০২৪ সালের শেষ পর্যন্ত যাঁরা এসেছেন, বৈধ কাগজ না থাকলেও তাঁদের অপরাধী ধরা হবে না। এতে অনুপ্রবেশ বাড়বেই।”

অনুপ্রবেশকারীদের আটক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে উদয়পুরে পাঁচ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তারের ঘটনাও তুলে ধরেন। তাঁর অভিযোগ, “মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে পুলিশ ও বিএসএফ সতর্ক আছে। কিন্তু বাস্তবে তাঁদের সামনেই নিয়মিত অনুপ্রবেশ হচ্ছে।” এই পরিস্থিতির প্রতিবাদে রঞ্জিত দেববর্মার নেতৃত্বাধীন অরাজনৈতিক সংগঠন আগামী ১৩ অক্টোবর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যব্যাপী ১২ ঘণ্টার বন্ধ পালনের ডাক দিয়েছে।

Advertisement