National Space Day
মহাকাশ গবেষণায় তরুণদের উৎসাহিত করতে ত্রিপুরা রাজ্যের কুমারঘাটে 'ন্যাশনাল স্পেস ডে' উদযাপন
ন্যাশনাল স্পেস ডে ২০২৫' উপলক্ষে ত্রিপুরার কুমারঘাটের পিআরটিআই (PRTI) হলঘরে এক বিশেষ অনুষ্ঠান

যশপাল সিং, ত্রিপুরা : 'ন্যাশনাল স্পেস ডে ২০২৫' উপলক্ষে ত্রিপুরার কুমারঘাটের পিআরটিআই (PRTI) হলঘরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ত্রিপুরা সরকার এবং উত্তর-পূর্ব মহাকাশ গবেষণা কেন্দ্রের (NESAC) যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ছাত্রছাত্রী ও যুবসমাজের মধ্যে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ভগবান দাস এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
বক্তারা গ্রামীণ উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং বিভিন্ন ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তির প্রয়োগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তাঁদের মতে, এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হতে এবং উদ্ভাবনী চিন্তাভাবনায় উৎসাহিত করবে।
মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, "ত্রিপুরার যুব সমাজের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ নিয়ে আগ্রহ গড়ে তোলার জন্য এই ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। আজকের তরুণরাই আগামী দিনের বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তিবিদ।" তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করে বলেন যে, ত্রিপুরার মাটি থেকেই একদিন মহাকাশ জয়ের নতুন গল্প লেখা হবে।অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রমের আয়োজন করা হয়। মন্ত্রী ও অন্যান্য অতিথিরা এই সমস্ত প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা এবং উদ্ভাবনী ভাবনার ভূয়সী প্রশংসা করেন তাঁরা।

Comments