Synapse Memorial Award

সাইন্যাপস স্মারক সম্মাননা ২০২৪ পেলেন বাঁশবেড়িয়ার কবি তারাপ্রসাদ সাঁতরা

সাইন্যাপস ' পত্রিকার পক্ষ থেকে বাঁশবেড়িয়ার সুপরিচিত কবি তারাপ্রসাদ সাঁতরাকে সাইন্যাপস স্মারক সম্মাননা ২০২৪ প্রদান

বিদ্যুৎ ভৌমিক  : হুগলি জেলার চুঁচুড়ার কামারপাড়ায় কিশোর প্রগতি সংঘ গ্রন্হাগারের সভাকক্ষে ২৭ মে বিকেল ৫ ঘটিকায় চুঁচুড়ার 'সাইন্যাপস ' পত্রিকার পক্ষ থেকে বাঁশবেড়িয়ার সুপরিচিত কবি তারাপ্রসাদ সাঁতরাকে সাইন্যাপস স্মারক সম্মাননা ২০২৪ প্রদান করা হয় । মূলত কবি তারাপ্রসাদকে নিয়েই এদিনের  অনুষ্ঠান । অনুষ্ঠানের শুরুতে উল্লিখিত কবির কবিতা নিয়ে সাইন্যাপস স্মারক বক্তৃতায় অংশগ্রহণ করেন দুই  প্রাবন্ধিক অরুণ মুখোপাধ্যায় ও অতনু কুমার বসু ।এরপর কবিকে মানপত্র, স্মারক, চারা গাছ,ব্যাগ ও মিষ্টান্ন তুলে দেন সাইন্যাপস পত্রিকার সম্পাদক দ্বয় রাজীব কুমার ঘোষ, মৌসুমী ঘোষ ও তাঁদের  কন্যা শ্রীপর্ণা ঘোষ ।এই পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক প্রবীর রায় চৌধুরী , কবি শ্যামলজিৎ সাহা, নিত্যরঞ্জন দেবনাথ, প্রভাতকুমার মিশ্র, অরুণ চক্রবর্তী, সনৎ দে, অরিন্দম গোস্বামী ও সিক্তা গোস্বামী প্রমুখ ।

সাইন্যাপস স্মারক সম্মাননায় চাঁদের হাট কবি-সাহিত্যিকদের

দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে পুরস্কৃত কবির বক্তব্য শ্রোতৃমন্ডলীর মন কেড়ে নেয় ।কবির পত্নী মনামী সাঁতরা ও কন্যা অদ্রিজা সাঁতরা কবি তারাপ্রসাদকে নিয়ে  নিজেদের বক্তব্য পেশ করেন । কবিকে সামনে পেয়ে কবির সম্পর্কে তাদের নিজস্বতা তুলে ধরেন কবি চন্দ্রনাথ শেঠ, জ্ঞানেন্দ্র নাথ চক্রবর্তী, কালীপ্রসাদ চট্টোপাধ্যায়, সোমনাথ ব্যানার্জি, ও রীনা দত্ত প্রমুখ ।এরই মধ্যে কবির কবিতা পাঠ করে শোনান অসীম সেন ও লেখা রায় । অনুষ্ঠানে পঞ্চাশের অধিক কবির শুভানুধ্যায়ীদের মধ্যে  উপস্থিত ছিলেন সাহিত্যিক বিমল গঙ্গোপাধ্যায়, কবি  দীপক রায়, তথাগত মৌলিক, সন্দীপ রায়, সুব্রত দেব , বিকাশ শীল, রেশমী ভট্টাচার্য, সুনেত্রা  সাধু ও সাংবাদিক শ্যামল সিংহ  প্রমুখ ।

সাইন্যাপস স্মারক সম্মাননা তালিকায় কবি তারাপ্রসাদ সাঁতরা 

'সাইন্যাপস ' পত্রিকার অন্যতম সম্পাদক মৌসুমী ঘোষ  জানান যে, ইতিপূর্বে রাম রায়, সমীর মুখোপাধ্যায় , বিমল গঙ্গোপাধ্যায়, তথাগত মৌলিক, অলোকরঞ্জন চক্রবর্তী, দীপেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায়-দের সাইন্যাপস স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে ।সেই তালিকায় এবার সংযোজিত হলো কবি তারাপ্রসাদ সাঁতরার নাম ।সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সম্পাদক রাজীব কুমার ঘোষ ।সম্পাদকের সমাপ্তি ভাষণ দিয়ে রাত্রি  ৮ টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

Advertisement