Drug traffickers
কুখ্যাত নেশা পাচারকারী মামন মিয়া , কালু মিয়া সহ আরো অন্যান্য নেশা পাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের দ্বারস্থ তিন এলাকার মানুষ!
নেশা পাচারকারীদের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছে আগরতলা সহ গোটা ত্রিপুরার মানুষজন। এবার নেশা পাচারকারীদের বাড়বাড়ন্তে অতিষ্ঠ হয়ে রাতে আগরতলা পশ্চিম মহিলা থানা এবং পশ্চিম থানা পুলিশের দ্বারস্থ হলো মহিলা পুরুষ সহ তিন এলাকার মানুষজন।

ত্রিপুরা,বিক্রম কর্মকার । ২রা জুলাই ২০২৫। নেশা পাচারকারীদের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছে আগরতলা সহ গোটা ত্রিপুরার মানুষজন। এবার নেশা পাচারকারীদের বাড়বাড়ন্তে অতিষ্ঠ হয়ে রাতে আগরতলা পশ্চিম মহিলা থানা এবং পশ্চিম থানা পুলিশের দ্বারস্থ হলো মহিলা পুরুষ সহ তিন এলাকার মানুষজন।
দীর্ঘদিন ধরে আগরতলা দক্ষিণ রামনগর স্থিত জলাখাবস্তি গ্রামে কুখ্যাত নেশা পাচারকারী সাবাস মিয়া, মামন মিয়া এবং কালু মিয়া সহ আরো অনেক নেশা পাচারকারীদের উপদ্রব এতটাই বেড়েছে যে তার প্রভাব পরেছে আগরতলা দক্ষিণ রামনগর, রাজনগর এবং জয়পুর এলাকায়। যার ফলে গোটা এলাকাবাসীরা অতিষ্ঠ হয়ে তিন এলাকার অবিভাবকরা মিলে একটি শালিসি সভা করে এবং নেশা পাচারকারীদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা সিদ্ধান্ত নেয় এলাকাবাসীরা। এলাকাবাসীরা প্রথম দাপে ভক্ত নামে এক নেশা পাচারকারীকে আটক করে সতর্কতার বার্তা দিয়ে তাকে ছেড়ে দেয় ।
কিন্তু, ভক্ত নামে ওই নেশা পাচারকারীর লিডার মামন মিয়া এই খবর শোনার পর প্রতিবাদী এলাকাবাসীর উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালায়। এই নেশা পাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য রাতে তিন এলাকার মানুষজন এক সঙ্গে মিলিত হয়ে আগরতলা পশ্চিম থানা, পশ্চিম মহিলা থানা এবং পুলিশ আধিকারিকের নিকট ছুটে গিয়েছেন। এলাকাবাসীরা স্পষ্ট জানিয়ে দেন পুলিশ যদি ওইসব নেশা পাচারীদের বিরুদ্ধে কোনপ্রকার ভূমিকা না নেয় তবে এলাকাবাসীরা আইন হাতে তুলে নিতে বাধ্য হবেন।

Comments