ত্রিপুরা
ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশনের শেষ দিনে বিধানসভায় অনুপস্থিত বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, কারণ জানালেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল!
বিধানসভার অষ্টম অধিবেশনের শেষ দিনে বিধানসভায় অনুপস্থিত বিরোধী দলনেতা
ত্রিপুরা,বিক্রম কর্মকার: আজ ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অধিবেশনের শেষ দিনে গোমতী জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর ৫১ পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান ত্রিপুরাসুন্দরী মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনে আমন্ত্রণ পাননি রাজপরিবারের তথা তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মন। বিধানসভায় প্রশ্ন তুললেন তিপ্রামথা দলের বিধায়ক পাঠানলাল জমাতিয়া। উনার বক্তব্য যে গতকাল প্রধানমন্ত্রীর আগমনে আমন্ত্রণ জানানো হয়নি রাজপরিবারের সদস্য মহারাজ প্রদ্যুত কিশোর মানিক্য দেববর্মণকে। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী এই বিষয়ে বিধানসভায় জবাব দিয়েছেন। প্রধানমন্ত্রীর আগমনে আমন্ত্রণ বিষয় নিয়ে বিধানসভায় বনমন্ত্রী অনিমেষ দেববর্মা উনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশনের শেষ দিনে বিধানসভায় কেন অনুপস্থিত বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তার কারণ জানালেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের প্রচুর যন্ত্রণা রয়েছে সেই যন্ত্রণার ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।আগরতলা পৌর নিগম অফিসের চেক জালিয়াতির ঘটনা নিয়ে বিধানসভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
চেক জালিয়াতির মাধ্যমে যে টাকা আগরতলা পৌর নিগমের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে তা ফেরত দেবে ইউকো ব্যাংক। বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি জানান, গোটা ঘটনাটির তদন্ত চালিয়েছে ক্রাইম ব্রাঞ্চ। কোন কোন একাউন্টে টাকা পাঠানো হয়েছে সে ব্যাপারেও তথ্য উঠে এসেছে। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার ঘটনাবলীর সময় ত্রিপুরাতে বাংলাদেশীদের অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ তৎপর হয়েছিল ত্রিপুরা সরকার, কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছিল যে কোনভাবেই হোক ত্রিপুরাতে অনুপ্রবেশ আটকাতে হবে। বিধানসভায় একথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিধানসভার অধিবেশনে বিধায়ক জিতেন্দ্র মজুমদাকে প্রণাম করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ।

Comments