আশারামবাড়ি কান্ড
আশারামবাড়ি কাণ্ড: এবার ময়দানে বিজেপি জনজাতি মোর্চা, খোয়াইয়ের এসপি-র সঙ্গে হলো বৈঠক
প্রাক্তন জনজাতি কল্যাণ মন্ত্রী তথা বিধায়ক রামপদ জমাতিয়ার নেতৃত্বে এই দলে রাজ্যের মন্ত্রী, প্রাক্তন সাংসদ, বিধায়ক এবং টিটিএএডিসি-র বিরোধী দলনেতা সহ একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন
যশপাল সিং, খোয়াই : ত্রিপুরার আশারামবাড়িতে বিজেপির 'মন কি বাত' অনুষ্ঠানে হামলার ঘটনার সরজমিন তদন্ত করতে আজ বিজেপি জনজাতি মোর্চার এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করল।
প্রাক্তন জনজাতি কল্যাণ মন্ত্রী তথা বিধায়ক রামপদ জমাতিয়ার নেতৃত্বে এই দলে রাজ্যের মন্ত্রী, প্রাক্তন সাংসদ, বিধায়ক এবং টিটিএএডিসি-র বিরোধী দলনেতা সহ একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ২৭শে জুলাই আশারামবাড়ী মন্ডলের ৩০ নং বুথে 'মন কি বাত' অনুষ্ঠান চলাকালীন বিজেপি কার্যকর্তাদের উপর প্রাণঘাতী হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় বহু কার্যকর্তা আহত হন। আজকের প্রতিনিধি দলটি প্রথমে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে এবং আহত কার্যকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করে। তারা গোটা ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন এবং দলের পক্ষ থেকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন। এরপর প্রতিনিধি দলটি খোয়াইয়ের জেলা পুলিশ সুপার (এসপি) রাণাদিত্য দাসের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়।
বৈঠকে তাঁরা এই হামলার ঘটনায় জড়িত সমস্ত আসামিকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। এই প্রতিনিধি দলে রামপদ জমাতিয়া ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, প্রাক্তন সাংসদ রেবতি ত্রিপুরা, জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি পরিমল দেববর্মা, টিটিএএডিসি-র বিরোধী দলনেতা বিমল চাকমা এবং বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। এই উচ্চপর্যায়ের সফরের ফলে ঘটনার তদন্তে নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে।

Comments