SIR

SIR বিতর্কে ইন্ডির গর্জন: কোথায় কংগ্রেসের ইতিহাসবোধ?

অতীত ভুলে বর্তমান কে আকড়ে ধরে রাজনীতির ময়দানে ঝড় তুলতে চাই কি শতাব্দী প্রাচীন দল কংগ্রেস?

নিজস্ব প্রতিনিধি: SIR বিতর্কে সরগরম রাজনীতি।অতীত ভুলে বর্তমান কে আকড়ে ধরে রাজনীতির ময়দানে ঝড় তুলতে চাই কি শতাব্দী প্রাচীন দল কংগ্রেস? রাজ্যের রাজনীতিতে প্রতিপক্ষ হলেও, Special Investment Region (SIR) ইস্যুতে একই সুরে সরব তৃণমূল কংগ্রেস ও প্রদেশ কংগ্রেস।দুই দলের এই বিরোধিতা রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। রাজনৈতিক মহলের মতে, একে অপরের বিরোধী দল হওয়া সত্ত্বেও একই ইস্যুতে তৃণমূল ও কংগ্রেসের একযোগে আওয়াজ তোলা বিরল ঘটনা।কিন্তু, রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলছে— নিজেদের আমলের ইতিহাস কি ভুলে গেছে কংগ্রেস?

তথ্য অনুযায়ী, কংগ্রেসের শাসনকালেই দেশে একাধিকবার SIR হয়েছে। সেই তালিকার তথ্য পর্যালোচনা করে জানা যায়- প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমলে SIR হয় তিনবার (১৯৫২-৫৬), প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী (১৯৬৫) , প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী(১৯৬৬), রাজীব গান্ধী (১৯৮৪) এবং পরবর্তী সময়ে(১৯৮৭-১৯৮৯), নরসিমা রাও (১৯৯৩) এবং (১৯৯৫)।অর্থাৎ,কংগ্রেস আমলে SIR-র সূচনা হলেও বর্তমান পরিস্থিতিতে এই ইস্যু বিরোধীতার মুখ্য কারণের স্বচ্ছতা খুঁজে পাচ্ছে না বিরোধীদের একাংশ।সবমিলিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কংগ্রেস আমলেই দেশের নানা প্রান্তে একাধিকবার SIR-ধরনের কেন্দ্রীয় তদন্তমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। তখন বিরোধীদের প্রতিবাদ সত্ত্বেও কংগ্রেস সরকারের তরফে তা বহাল ছিল। আজ সেই একই ইস্যুতে বিরোধী সুর তোলায়, স্ববিরোধিতার অভিযোগ তুলছে শাসক বিজেপি। বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে বিজেপি ও বিরোধীদের সংঘাত যত বাড়ছে, SIR বিতর্ক ততই জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে—অতীতের কর্মকাণ্ডের মুখোমুখি হয়ে কি বিরোধীরা নিজেদের অবস্থান মজবুত রাখতে পারবে, নাকি এই বিতর্কই উল্টে দেবে বিরোধী ঐক্যের হিসাব?

Advertisement