মুখ্যমন্ত্রী মানিক সাহা

রাজ্যের জনজাতি সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে সৌজন্যমূলক সাক্ষাৎকার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার

ত্রিপুরার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং জনজাতিদের জীবন-জীবিকা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়

যশপাল সিং, ত্রিপুরা : রাজ্যের জনজাতি সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে বুধবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা তাঁর সরকারি বাসভবনে বিভিন্ন জনজাতি গোষ্ঠীর সমাজপতিদের সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। এই বৈঠকে ত্রিপুরী, রিয়াং, মগ এবং মুরাসিং সম্প্রদায়ের সমাজপতিরা উপস্থিত ছিলেন। বৈঠকে ত্রিপুরার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং জনজাতিদের জীবন-জীবিকা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সমাজপতিরা তাঁদের নিজ নিজ সম্প্রদায়ের অভিজ্ঞতা ও জ্ঞান মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। তাঁদের উত্থাপিত বিভিন্ন দাবি-দাওয়া ও বিষয়গুলি মুখ্যমন্ত্রী মনোযোগ সহকারে শোনেন। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সমাজপতিদের আশ্বাস দিয়ে বলেন যে, রাজ্য সরকার জনজাতিদের সার্বিক কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। 

তিনি জানান, সমাজপতিদের দ্বারা উত্থাপিত দাবিগুলি পর্যায়ক্রমে বিবেচনা করা হবে। একটি সমৃদ্ধ সমাজ গঠনে এবং জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণে এই ধরনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন।বৈঠকে জনজাতিদের প্রথাগত আইনের বাস্তবায়ন ও স্বীকৃতি এবং মন্দির উন্নয়ন-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।

 জম্পুই পাহাড়ের বেতলিংছিপ সংক্রান্ত বিবাদের বিষয়ে মুখ্যমন্ত্রী জানান যে, বিষয়টি ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের নজরে আনা হয়েছে এবং মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গেও এ নিয়ে কথা হয়েছে। তিনি শীঘ্রই বেতলিংছিপ পরিদর্শনে যাবেন বলেও আশ্বাস দেন। সৌজন্য সাক্ষাতে উপস্থিত সমাজপতিদের মুখ্যমন্ত্রী আন্তরিক অভিনন্দন জানান এবং জনজাতিদের উন্নয়নে সরকারের সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন।

Advertisement