MLA Sudip Roy Barman

কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের আগরতলা বাসভবনে হামলার প্রতিবাদে ত্রিপুরা রাইমাভ্যালিতে কংগ্রেসের বিক্ষোভ মিছিল

কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের আগরতলা সরকারি আবাসে হামলার প্রতিবাদে এবং ধলাই জেলা রাইমাভ্যালীর সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে গন্ডাছড়া নারায়ণপুর বাজারে এক প্রতিবাদ মিছিল

ত্রিপুরা,বিক্রম কর্মকার । ৫ই জুলাই ২০২৫।  গত কয়েকদিন আগে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের আগরতলা সরকারি আবাসে হামলার প্রতিবাদে এবং ধলাই জেলা রাইমাভ্যালীর সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে গন্ডাছড়া নারায়ণপুর বাজারে এক প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করে রাইমাভ্যালী ব্লক কংগ্রেস ও যুব কংগ্রেস নেতৃত্বরা। রাইমাভ্যালী কংগ্রেস সেবাদলের চেয়ারম্যান যতীন্দ্র ত্রিপুরা এই সভার সভাপতিত্ব করেন। এছাড়া ও উপস্থিত ছিলেন ধলাই জেলা যুব কংগ্রেস সভাপতি রাজীব চাকমা, রাইমাভ্যালী যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার, কংগ্রেস নেতা গৌরাঙ্গ দাস সহ অন্যান্যরা।

মিছিলটি গন্ডাছড়া বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে পরবর্তী সময় পথসভায় মিলিত হয়। সভায় বক্তারা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বাসভবনে হামলার তীব্র নিন্দা জানান এবং এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

 একইসাথে, রাইমাভ্যালীর সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা, যেমন - রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষার বেহাল দশা নিয়েও সরব হন তারা। কংগ্রেস নেতৃবৃন্দ ত্রিপুরা সরকারের নিকট এই সমস্যাগুলো দ্রুত সমাধানের দাবি জানানের পাশাপাশি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

Advertisement