ত্রিপুরা
খোয়াই আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রে 'মন কি বাত' অনুষ্ঠানে হামলা, বিজেপি-তিপ্রা মথা সংঘর্ষে উত্তপ্ত এলাকা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত' অনুষ্ঠান চলাকালীন বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল জোট সঙ্গী তিপ্রা মথার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে
যশপাল সিং, খোয়াই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত' অনুষ্ঠান চলাকালীন বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল জোট সঙ্গী তিপ্রা মথার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার খোয়াই জেলার তুলাশিখর ব্লকের অধীন আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের তক্ষপাড়ায়।
ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকালে এলাকার এক বিজেপি কর্মী আশারামের বাড়িতে বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থক একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠান শুনছিলেন। অভিযোগ, সেই সময় তিপ্রা মথার সমর্থকরা দলবদ্ধভাবে এসে তাদের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা বিজেপি কর্মীদের মারধর করে এবং অনুষ্ঠান চলাকালীন তাদের বাড়ির ভেতরে আটকে রাখার চেষ্টা করে। এই হিংসাত্মক ঘটনায় প্রায় ছয় থেকে সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় বাসিন্দারাই খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান।
এছাড়াও, বিজেপি নেতাদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রটি রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মার কেন্দ্র, যিনি তিপ্রা মথা দলের নেতা। যদিও তিনি গোটা ঘটনায় তিপ্রা মথা দলের যোগ নেই বলে দাবী করেছেন। এদিকে জোট সরকারের দুই শরিক দলের কর্মীদের মধ্যে এই ধরনের সংঘর্ষের ঘটনায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিজেপি নেতৃত্ব এই হামলার তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় বর্তমানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও নিয়ন্ত্রণে রয়েছে।

Comments