Allegations of child trafficking
অভাবের তাড়নায় ১ লক্ষ টাকার বিনিময়ে ১৮ দিনের সন্তান বিক্রির অভিযোগ!
অভাবের তাড়নায় ত্রিপুরা দক্ষিণ জেলা ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের হরিপুর গ্রামে ১ লক্ষ টাকায় শিশু বিক্রি হয়েছে অভিযোগ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রূপক মজুমদারের

ত্রিপুরা,বিক্রম কর্মকার । ২৭ শে জুন ২০২৫। : অভাবের তাড়নায় ত্রিপুরা দক্ষিণ জেলা ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের হরিপুর গ্রামে ১ লক্ষ টাকায় শিশু বিক্রি হয়েছে অভিযোগ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রূপক মজুমদারের। তিনি জানান, উনার হাতে সমস্ত ধরনের তথ্যপ্রমাণ রয়েছে ১৮ দিনের শিশুকে বিক্রি করে দিয়েছে এক দম্পতি। কিন্তু, শিশুটিকে বিক্রি করে দেওয়া শম্ভু মালাকার ও তার স্ত্রী মৃত্তিকা দেবনাথ জানান তারা শিশুটিকে বিক্রি করেননি। এবং শিশুটিকে নেওয়া গৌরাঙ্গ শীল ও তার স্ত্রী ঊষা রানী শীলের বক্তব্য তারা শিশুটিকে কোন অর্থের বিনিময়ে ক্রয় করেননি। উভয়ের বাড়ি দক্ষিণ জেলা বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের হরিপুর গ্রামে। পার্শ্ববর্তী বাসিন্দা এরা উভয় পরিবার।
শিশু সন্তান বিক্রি, না দত্তক ?
তদন্ত সাপেক্ষে ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট সুকান্ত দে জানান, তিনি এবং পুলিশ খবর পেয়ে উভয়ের বাড়িতে গেছেন এবং গৌরাঙ্গ শীলের বাড়িতে শিশু কন্যাটিকে পেয়েছেন। তিনি তদন্ত করে জানিয়েছেন যে, উভয় পরিবারের বক্তব্য শুনেছেন এবং এক্ষেত্রে শিশু বিক্রির কোন অভিযোগ নেই শিশুটিকে দত্তক দেওয়া হয়েছিল। শিশুটির পিতা শম্ভু মালাকার জানিয়েছেন, এই শিশুটি সহ উনার চারটি শিশু কন্যা রয়েছে, তাই তিনি একটি শিশু কন্যাকে সন্তানহীন গৌরাঙ্গ শীল ও তার স্ত্রী ঊষা রানী শীলের হাতে তুলে দিয়েছেন। ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট সুকান্ত দে বলেন, তারপরও যেহেতু শিশুটিকে দেওয়া-নেওয়ার বিষয়টি প্রমাণিত, তাই উভয় পরিবারকে শিশু সহ তুলে এনে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে হস্তান্তর করা হয়েছে। এখন দেখার বিষয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এই বিষয়ে আইন অনুযায়ী কি সিদ্ধান্ত গ্রহণ করে।
চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রূপক মজুমদার জানান, শিশুটিকে তার আসল মা-বাবার হাতে তুলে দেওয়া হবে এবং আসল মা বাবাই শিশুটিকে লালন পালন করবে। যদি গৌরাঙ্গ শীল তার পরিবারে সন্তানের প্রয়োজন হয় তাহলে আইন অনুযায়ী চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে লিখিতভাবে আবেদন জানাতে হবে। এদিকে শিশু বিক্রি অথবা দেওয়া-নেওয়া যাইহোক এই ঘটনাটিকে ঘিরে বর্তমানে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Comments