PM Kisan Scheme

পিএম কিষাণ প্রকল্পে রাজ্যের প্রায় ৩ লক্ষ কৃষক পেলেন ৪৫ কোটি টাকা, অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী

উত্তরপ্রদেশের বারাণসীর বানাউলিতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী দেশের প্রায় ৯ কোটি ৭০ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ২০,৫০০ কোটি টাকা সরাসরি হস্তান্তর করেন

 যশপাল সিং, ত্রিপুরা : যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের অন্যতম ফ্ল্যাগশিপ প্রকল্প, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ২০তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হল। উত্তরপ্রদেশের বারাণসীর বানাউলিতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী দেশের প্রায় ৯ কোটি ৭০ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ২০,৫০০ কোটি টাকা সরাসরি হস্তান্তর করেন।

 এই উপলক্ষে শুক্রবার অরুন্ধতীনগরের রাজ্য কৃষি অনুসন্ধান কেন্দ্রে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের কৃষক ভাই-বোনদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বারাণসীর মূল অনুষ্ঠানটি এখানে সরাসরি সম্প্রচার করা হয়। এই ২০তম কিস্তিতে ত্রিপুরা রাজ্যের ২ লক্ষ ৮৪ হাজার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৪৫ কোটি ৪৩ লক্ষ ৭৪ হাজার টাকা সরাসরি জমা পড়েছে। রাজ্যে এই প্রকল্পের জন্য নথিভুক্ত কৃষকের সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ৩৭ জন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, এই প্রকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃষকপ্রেম, স্বচ্ছ প্রশাসন এবং ডিজিটাল অর্থ হস্তান্তর ব্যবস্থার এক অনন্য দৃষ্টান্ত। তিনি আরও উল্লেখ করেন যে, রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টা এবং কেন্দ্রীয় সরকারের বিশেষ উদ্যোগে রাজ্যের আরএফআর (RoFR) এলাকায় বসবাসকারী পাট্টা প্রাপ্ত কৃষকরাও এখন এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এই অনুষ্ঠানে রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ, কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় এবং অধিকর্তা ফনি ভূষণ জামাতিয়াও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী প্রতীকী হিসেবে রাজ্যের সাতজন কৃষককে সয়েল হেলথ কার্ডও প্রদান করেন।উল্লেখ্য, ২০১৯ সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পটি চালু হয়েছিল, যার মাধ্যমে যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে তিন কিস্তিতে মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Advertisement