Tripura
প্রাকৃতিক গ্যাস সন্ধানের কাজ করতে গিয়ে গুরুতর আহত এক হতদরিদ্র জনজাতি যুবক, চিকিৎসার জন্য সরকার এবং প্রশাসনের নিকট সাহায্যের আবেদন
রুপাইছড়ি আর.ডি.ব্লকের অন্তর্গত পূর্ব সাব্রুম এডিসি ভিলেজের জমিন চন্দ্র পাড়ার জনজাতি বাসিন্দা হতদরিদ্র নিরেন কুমার ত্রিপুরা গত প্রায় ২০ থেকে ২১ দিন আগে ওই দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ডিনামাইট বিস্ফোরণের ক্যাবেল তারের কাজ করতে গিয়ে বাম পায়ে ডিনামাইট বিস্ফোরণের যন্ত্রাংশ ঢুকে যায়।

ত্রিপুরা, বিক্রম কর্মকার। ৮ ই জুলাই ২০২৫। গত বেশ কয়েক মাস আগে ও.এন.জি.সি. থেকে টেন্ডার পেয়ে বহিঃ রাজ্যের তথা হায়দ্রাবাদের বেসরকারি দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থা ত্রিপুরা দক্ষিণ জেলার বিভিন্ন জায়গায় প্রাকৃতিক গ্যাস সন্ধানের কাজ করে চলছে।
আর এই বহিঃ রাজ্যের তথা হায়দ্রাবাদের বেসরকারি দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড নামক সংস্থাটির কর্ণধার কুখ্যাত ধান্দাবাজ গঙ্গাধর রাও। দক্ষিণ জেলায় কাজ করতে এসে কলাছড়া বাজার সংলগ্ন থাইলীক তৈইসা কমিউনিটি হলে অফিস রুম তৈরী করেছে। দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের কর্ণধার কুখ্যাত ধান্দাবাজ গঙ্গাধর রাও বিভিন্ন ধরনের শ্রমিকদের সাথে প্রতারণা করার জন্য মাস্টার প্ল্যানিং করে এলাকার কিছু শ্রমিক সংগঠনের রাষ্ট্রবাদী নেতাদের হাতের মুঠে করে নিয়েছেন বলে, অভিযোগ উঠেছে।
গত কয়েক মাস আগে ও প্রচুর সংখ্যক শ্রমিকদের পারিশ্রমিক না দিয়ে কোম্পানির কাজ বন্ধ করে দিয়েছিলেন তিনি। বহুদিন কাজ বন্ধ থাকার পর এই কোম্পানি পুনরায় গত মাস থেকে আবার শুরু করে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের কাজ। রুপাইছড়ি আর.ডি.ব্লকের অন্তর্গত পূর্ব সাব্রুম এডিসি ভিলেজের জমিন চন্দ্র পাড়ার জনজাতি বাসিন্দা হতদরিদ্র নিরেন কুমার ত্রিপুরা গত প্রায় ২০ থেকে ২১ দিন আগে ওই দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ডিনামাইট বিস্ফোরণের ক্যাবেল তারের কাজ করতে গিয়ে বাম পায়ে ডিনামাইট বিস্ফোরণের যন্ত্রাংশ ঢুকে যায়। বর্তমানে হতদরিদ্র নিরেন ত্রিপুরার দুটো বাম পায়ে চিকিৎসার অভাবে পচন ধরে পোকা ধরেছে।
আহত হতদরিদ্র নিরেন ত্রিপুরা স্থানীয় সংবাদ প্রতিনিধিকে জানান, শেষের ১০ দিনের কাজের টাকার মধ্যে মাত্র চারদিনের টাকা দিয়েছে ওই ধান্দাবাজ কোম্পানি। এদিকে হতদরিদ্র অসুস্থ নিরেন ত্রিপুরার স্ত্রী বিজলি ত্রিপুরা জানান, দেড় বছরের এক ছেলে এবং চার বছরের এক মেয়েকে নিয়ে বর্তমানে তিনি অনাহারে অনিদ্রার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে। আর্থিক অনটনের জন্য স্বামী নিরেন ত্রিপুরাকে চিকিৎসা ও করাতে পারছেন না।
একবারের জন্যেও ওই দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড সংস্থার পক্ষ থেকে আহত নিরেন ত্রিপুরাকে দেখতে আসা তো দূরের কথা, এখন পর্যন্ত শ্রমিক সংগঠনের রাষ্ট্রবাদী নেতারা খবর পর্যন্ত নিলেন না। পায়ে পচন এবং পোকা ধরার ফলে ব্যথার যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছে হতদরিদ্র শ্রমিক নিরেন ত্রিপুরা । এখন দেখার বিষয় আমাদের এই সংবাদ পরিবেশিত হওয়ার পর প্রশাসন এবং সরকার কতটুকু সাহায্যের হাত বাড়াবে হতদরিদ্র অসুস্থ নিরেন ত্রিপুরাকে। এবং কি ব্যবস্থা গ্রহণ করবে বহিঃরাজ্যের তথা হায়দ্রাবাদের বেসরকারি দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড সংস্থার কুখ্যাত ধান্দাবাজ গঙ্গাধর রাও এর বিরুদ্ধে?

Comments