Narendra Modi
ভারতবর্ষের প্রধানমন্ত্রীর "মন কি বাত" অনুষ্ঠান দেশের বিভিন্ন রাজ্যের মানুষের সঙ্গে আত্মার সংযোগ স্থাপন করে ; মন্তব্য ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার
প্রধানমন্ত্রীর ১২৩ তম মন কি বাত পর্ব শোনার জন্য পশ্চিম ত্রিপুরা জেলা ১০ মজলিশপুর বিজেপি মন্ডলের অন্তর্গত ৩৫ নং বুথ এবং বিজেপি ৩ নং বামুটিয়া মণ্ডলের ৪০ নং বুথের গান্ধীগ্রামস্থিত বৈদ্যনাথ অডিটরিয়াম সহ ত্রিপুরার ৮ টি জেলাতেই অনুষ্ঠিত হয়।

ত্রিপুরা,বিক্রম কর্মকার। ২৯ শে জুন ২০২৫। রবিবার ২৯ জুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২৩ তম পর্ব মন কি বাত অনুষ্ঠান ভার্চুয়াল মাধ্যমে দেশকে সম্বোধন করেন। প্রধানমন্ত্রীর এই ১২৩ তম মন কি বাত পর্ব শোনার জন্য পশ্চিম ত্রিপুরা জেলা ১০ মজলিশপুর বিজেপি মন্ডলের অন্তর্গত ৩৫ নং বুথ এবং বিজেপি ৩ নং বামুটিয়া মণ্ডলের ৪০ নং বুথের গান্ধীগ্রামস্থিত বৈদ্যনাথ অডিটরিয়াম সহ ত্রিপুরার ৮ টি জেলাতেই অনুষ্ঠিত হয়।
১২৩ তম মনকি বাত অনুষ্ঠান
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের এই ১২৩ তম "মন কি বাত" অনুষ্ঠান নিয়ে ত্রিপুরার পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, দেশের প্রতিটি রাজ্যের মানুষের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক স্থাপনে মন কি বাত কর্মসূচি গ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে আমরা দেশের বিভিন্ন রাজ্যের মানুষের সঙ্গে মিলিত হয়ে জানতে পারি বিভিন্ন অজানা তথ্য। যেমন গৃহপালিত রেশম পোকার গুটি থেকে বোনা মূল্যবান কাপড়, এরি সিল্ক, মেঘালয়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যে একটি বিশেষ স্থান অধিকার করে যা জি.আই ট্যাগ প্রাপ্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াসে যোগা আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা লাভ করে যা প্রাচীনকালে ভারতবর্ষে মনি, ঋষিরা করতেন। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে রাষ্ট্র সংঘ এই যোগাকে ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবসের স্বীকৃতি দিয়েছে যা বিজেপি সরকার না থাকলেও সারা বিশ্ব ব্যাপী পালিত হবে।
জনগণের কল্যাণে রত প্রধানমন্ত্রী
বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতীক দল বিজেপি গরীবদের নিয়ে রাজনীতি করে না,গরীবের কোনো রং দেখে না, তাই ২০১৪ সালে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর গরীবদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে কোন রাজনৈতিক দল না দেখে গরীব মানুষজনদের মাথায় ছাদ করে দেন। মায়েদের চোখের জল পড়া বন্ধ করতে উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের ব্যবস্থা করে দেন।

Comments